No Internet Connection !

কুড়িগ্রাম জেলা পরিচিতি

প্রশ্ন: কুড়িগ্রাম জেলা প্রতিষ্ঠিত হয় কবে? উ: ১৯৮৪ সালে।
প্রশ্ন: কুড়িগ্রাম জেলার সীমানা কি? উ: কুড়িগ্রাম জেলার সীমানা:

✅ উত্তরে: লালমনিরহাট ও ভারতের পশ্চিমবঙ্গ

✅ দক্ষিণে: গাইবান্ধা

✅ পূর্বে: ভারতের মেঘালয় রাজ্য ও যমুনা নদী

✅ পশ্চিমে: লালমনিরহাট ও রংপুর জেলা অবস্থিত


প্রশ্ন: কুড়িগ্রাম জেলার আয়তন কত? উ: ২২৪৫.০৪ বর্গ কিলোমিটার।
প্রশ্ন: কুড়িগ্রাম জেলার সাক্ষরতার আন্দোলনের নাম কি? উ: সোনালী কুড়িগ্রাম।
প্রশ্ন: কুড়িগ্রাম জেলার গ্রাম কতটি? উ: ১৮৭২টি।
প্রশ্ন: কুড়িগ্রাম জেলার কতটি ইউনিয়ন রয়েছে? উ: ৭৩টি।
প্রশ্ন: কুড়িগ্রাম জেলার উপজেলা/থানা কতটি ও কি কি? উ: ৯টি। কুড়িগ্রাম সদর, ভুরুঙ্গামারী, চররাজিবপুর, রৌমারী, উলিপুর, চিলমারী, নাগেশ্বরী, রাজারহাট ও ফুলবাড়ি।
প্রশ্ন: কুড়িগ্রাম জেলার পৌরসভা কতটি? উ: ৩টি। কুড়িগ্রাম, উলিপুর, নাগেশ্বরী।
প্রশ্ন: কুড়িগ্রাম জেলার নদ-নদী কি কি? উ: যমুনা,ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমার, ফুলকুমার, গঙ্গাধর ইত্যাদি।
প্রশ্ন: কুড়িগ্রাম জেলার শিল্প ও খনিজ সম্পদগুলো কি কি? উ: টেক্সটাইল মিল, তাঁত শিল্প, কুটির শিল্প প্রভৃতি।
প্রশ্ন: কুড়িগ্রাম জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো কি কি? উ: রাজারহাটের পাঙ্গেশ্বরী মন্দির ও পাংগা রাজবাড়ির ধ্বংসাবশেষ, দাসেরহাটের (কুড়িগ্রাম সদর) বিশালাকার কালীমূর্তি, ভিতরবন্দের জমিদার বাড়ির সামনে মঙ্গলচণ্ডী, কামাখ্যাদেবী, লক্ষ্মী ও সত্যনারায়ণের বিগ্রহ এবং উলিপুরের কালী সিদ্ধেশ্বরীর মন্দির), নয়ারহাট (রাজারহাট) মুঘল আমলের মসজিদের ধ্বংসাবশেষ (১১৭৬ হিজরি), ভুরুঙ্গমারী উপজেলার পাটেশ্বরী বাজারের নিকট একটি পুরনো মসজিদের ধ্বংসাবশেষ (মুঘল আমল), আরবি ভাষায় খোদিত মসজিদের শিলালিপি, জয়মনির জমিদার বাড়ি, বিডিআর গেটে সংরক্ষিত পাংগা রাজ্যের ২টি কামান, নাওডাঙ্গার (ফুলবাড়ি) পরিত্যক্ত জমিদার বাড়ি ও মন্দির।
প্রশ্ন: কুড়িগ্রাম জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ কারা কারা? উ: শামসুল ইসলাম, শওকত আলী, সৈয়দ সামসুল হক (সাহিত্যিক), আবদুল হাই শিকদার, ভবানী পাঠক, সৈয়দ মনসুর আলী, তাজুল ইসলাম চৌধুরী।
তথ্যসূত্র: kurigram.gov.bd
top
Back
Home
Gsearch